পাওনা টাকা চাইতে মানা
শাজাহানপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ইটভাটা মালিক সমিতির সভাপতির মারপিটে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন মোমিনুল ইসলাম (৩৬) নামে এক যুবক। বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কাঁচের বোতলের আঘাতে মোমিনুল বাম চোখের দৃষ্টি শক্তি হারাতে বসেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন সাহান ও তার ম্যানেজার জাকির হোসেনসহ তিন জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মোমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে তিনি বগুড়ার বিভিন্ন ইট ভাটায় লাল মাটি সরবরাহ করে আসছেন। শাজাহানপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন সাহানের মালিকানাধীন এসএসবি ব্রিকস নামের ইট ভাটাতেও তিনি মাটি সরবরাহ করে থাকেন। সাহানের কাছে মাটি সরবরাহের সাড়ে চার লাখ টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে।

তিনি আরও জানান, গত ২৩ এপ্রিল বিকেল ৪টার দিকে তিনি পাওনা টাকা চাইতে গেলে মালিক ও তার ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ৮টার দিকে পাওনা টাকা নিয়ে আলোচনা করার জন্য জনৈক রিপনের মাধ্যমে মোমিনুলকে বগুড়া শহরের সাতমাথায় এলাকায় ডেকে আনেন সাহান। সেখানে আসলে সাহান ও তার ম্যানেজার জাকির এবং রিপনসহ ৭-৮ জন তাকে মারধর করতে থাকেন। এক পর্যায়ে সেভেন আপের কাঁচের বোতল দিয়ে তার মাথায় ও চোখে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডা. পল্লব কুমার সেনের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন মোমিনুল। তবে চিকিৎসকরা জানিয়েছেন, কাঁচের বোতলের আঘাতের তার বাম চোখে গুরুতর জখম হয়েছে। ওই চোখে মোমিনুল আর দৃষ্টি শক্তি ফিরে পাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
এ ঘটনায় মোমিনুলের ছোট ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জহুরুল ইসলাম জানান, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। প্রধান আসামি ইটভাটা মালিক সমিতির সভাপতি হওয়ায় তিনি বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছেন এবং হুমকী দিচ্ছেন।
0 comments:
Post a Comment