2016 NEW MUSIC VIDEO

সাকিব আর সহারার গোপন ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

Tuesday, April 26, 2016

ট্যাক্সি ভাড়াও ছিল না শচীনের!

    ট্যাক্সি ভাড়াও ছিল না শচীনের!


বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। অবসর নেওয়ার আগে ক্রিকেট দুনিয়ায় যেমন খ্যাতির শীর্ষে উঠেছিলেন, তেমনি উপার্জনও করেছিলেন বিপুল অর্থ।



আর সেই শচীনই কি না অর্থের অভাবে একটা ট্যাক্সিক্যাব পর্যন্ত ভাড়া করতে পারেননি। ঘটনাটি ঘটে ১২ বছর বয়সী শচীনের জীবনে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ ডটকমের খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার ভারতের মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে শৈশবের স্মৃতিচারণা করেন শচীন।
এই ক্রিকেট কিংবদন্তি বলেন, ‘আমার বয়স মাত্র ১২ বছর এবং সে সময় মুম্বাই অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলার সুযোগ পাই। আমি খুব শিহরিত হয়েছিলাম। কিছু অর্থ জোগাড় করে পুনেতে তিনটি ম্যাচ খেলতে যাই। সেখানে বৃষ্টি হচ্ছিল। আমি আশা করছিলাম, বৃষ্টি থামবে এবং আমরা ক্রিকেট খেলার সুযোগ পাব। সুযোগ পাওয়ার পর আমি মাত্র ৪ রান করে রানআউট হয়ে যাই। আমার বয়স ছিল ১২ আর ওই সময়ে আমি সীমিত পেস মোকাবিলা করতে পারতাম। আমি হতাশ হয়ে সাজঘরে ফিরে কাঁদতে শুরু করলাম। এরপর আর ব্যাটিংয়ের সুযোগ পাইনি।’
Monetize your website traffic with yX Media
‘কারণ বৃষ্টি ঝরছিল। ফলে সারা দিন বাইরে বেরিয়ে সিনেমা দেখা, খাওয়া-দাওয়া ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। কীভাবে সবার সঙ্গে তাল রেখে অর্থ খরচ কম করতে হয়, তা আমার জানা ছিল না। আমি সব অর্থ শেষ করে ফেলি। যখন ট্রেনে করে মুম্বাই আসি, তখন এক পয়সাও ছিল না আমার কাছে। আমার কাছে দুটি ব্যাগ ছিল। আমরা দাদার স্টেশনে নেমেছিলাম। পকেটে ছিল না অর্থ। তাই দাদার থেকে শিবাজি পার্কে আমাকে হেঁটে যেতে হয়েছিল।’
শচীন বলেন, বর্তমানে ব্যাংকিং অবস্থা অনেক উন্নত। ওই সময়ে বর্তমানের মতো অবস্থা থাকলে তাঁকে বিপাকে পড়তে হতো না। তিনি বলেন, ‘ভাবতে পারেন, আমার হাতে যদি একটা ফোন থাকত, আর আমি যদি একটা এসএমএস পাঠাতাম, তাহলে আমার বাবা অথবা মা আমার অ্যাকাউন্টে কিছু অর্থ পাঠাতেন এবং এর মাধ্যমে আমি ক্যাবে চড়তে পারতাম।’

0 comments: