2016 NEW MUSIC VIDEO

সাকিব আর সহারার গোপন ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

Tuesday, April 26, 2016

উৎসবে কবর থেকে উঠে আসে মৃতরাও! (ভিডিওসহ)

           উৎসবে কবর থেকে উঠে আসে মৃতরাও!  (ভিডিওসহ)

প্রতিবছর উৎসবে শুধুমাত্র নিজেদের জন্য নতুন জামাকাপড় কেনা নয়। কিনতে হবে পরলোকে চলে যাওয়া পূর্ব পুরুষদের জন্যেও। তারপর কবর থেকে তুলে পুরনো পোশাক খুলে পরিয়ে দিতে হবে নতুন পোশাক। সেইসঙ্গে পরিষ্কার করে দিতে হবে নর কঙ্কালটি।



Monetize your website traffic with yX Media
ইন্দোনেশিয়ায় প্রায় এক শতাব্দী ধরে চলে আসছে এই বিশেষ উৎসব। ওই দেশের দক্ষিণ সুলাওয়াসির তোরজা নামের একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে চালু রয়েছে এই বিশেষ প্রথা। বার্ষিক এই উৎসবের নাম ‘মেনে’। এই উৎসবে শুধুমাত্র জামাকাপড় পরিয়েই ক্ষান্ত থাকেন না তোরাজ্যনিসরা। পূর্বপুরুষদের ওই কঙ্কালটির চোখে পরানো হয় সুন্দর ‘সানগ্লাস’।


ই রীতিটি চালু হয়েছিল তোরজা সম্প্রদায়ের নেতাদের স্মরণ রাখতে। পরবর্তী ক্ষেত্রে এটিই ছড়িয়ে যায় সমগ্র সমাজের মধ্যে। যা একবিংশ শতকেও চালু রয়েছে ইন্দোনেশিয়ায়। 




  • বিডিটাইমস৩৬৫ডটকম/মাঝি 



0 comments: