2016 NEW MUSIC VIDEO

সাকিব আর সহারার গোপন ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

Wednesday, April 27, 2016

আগুন থেকে দুই শিশুকে বাঁচাল কুকুর II (দেখুন ভিডিওসহ )

আগুন থেকে দুই শিশুকে বাঁচাল কুকুর



তখন রাত। আগুনে পুড়ছে বাড়ি। ধোঁয়ায় আছন্ন আশপাশ। বাড়ির কোনো এক কোণে ভয়ে গুঁটিসুঁটি দুই শিশু। চিৎকার করছে তারা। এরইমধ্যে এসে গেছে উদ্ধারকর্মীরা। কিন্তু আগুন ও ধোঁয়ার তীব্রতা অনেক বেশি। এ অবস্থায় ঘরে ঢুকে কাউকে খুঁজে বের করা দুরুহ। সেই দুরুহ কাজ সহজ করে দিল একটি কুকুর। ওই বাড়ির পোষা কুকুর। যার নাম ম্যাক্স।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের লংউডের অরল্যান্ডো উপশহরে সোমবার রাতে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, জার্মান শেপার্ড জাতের কুকুরটি দুই শিশুর অবস্থান জানতে সাহায্য করে উদ্ধারকর্মীদের। পথ দেখিয়ে উদ্ধারকর্মীদের নিয়ে যায় পুড়তে থাকা ঘরের সেই স্থানে, যেখানে আতঙ্কিত শিশু দুটি অবস্থান করছিল। একই সঙ্গে সেটি দেখিয়ে দেয় তার মালিকের অবস্থানও।
ফ্লোরিডার সেমিনল কাউন্টি শেরিফের কার্যালয় থেকে জানানো হয়েছে, ম্যাক্স নামের পোষা কুকুরটি ৪ বছর ও ২ বছর বয়সি শিশু দুটির অবস্থানে উদ্ধারকর্মীদের নিয়ে যায়। যে কারণে তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা প্রাণে বেঁচে গেছে।
বাড়িতে আগুন লাগা দেখে প্রতিবেশীরা জানালা ভেঙে ওই দুই শিশুর মা ফিসারকে উদ্ধার করে। কিন্তু তখনো ঘরের মধ্যে আটকা পড়ে ছিল ফিসারের স্বামী ও দুই সন্তান। আগুনের কু-লী ও ধোঁয়ার তীব্রতায় বোঝা যাচ্ছিল না, তারা ঠিক কোথায় আটকা পড়ে আছে। পরে ম্যাক্স উদ্ধারকর্মীদের পথ দেখায় এবং উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে।
উদ্ধারের সময় আগুনে পুড়ে যায় ম্যাক্সের পায়ের কিছু অংশ। তবু মানিবদের না নিয়ে ফেরেনি সেটি। ম্যাক্সের চিকিৎসা চলছে।

তথ্যসূত্র : ইয়াহু নিউজে প্রকাশিত এপির খবর।

0 comments: