রবি নিয়ে এল সবচেয়ে আকর্ষনীয় অফার সেসকল গ্রাহকদের জন্য যারা বিগত ৯০ দিনে কোন ডাটা প্যাক ক্রয় করেন নাই।
এই সকল গ্রাহক মাত্র ১৮ টাকায় ২ জিবি ইন্টারনেটের আকর্ষনীয় অফারটি ব্যবহার করতে পারবেন! ক্যাম্পেইন শুরু: ১২ এপ্রিল আরও
পড়ুনঃ রবি বায়োমেট্রিক রি-রেজিস্ট্রেশন অফার!
৯ টাকায় ১ জিবি ইন্টারনেট ট্যারিফ (ভ্যাট, এসডি এবং এসসি ছাড়া) মেয়াদ চালুকরণ দৈনিক ডাটা বন্টন ২ জিবি ১৮ টাকা ১৪ দিন
ডায়াল ৮৪৪৪৯০ দিন-১:১৮ এমবি+১৪৫ এমবি দিন-২ থেকে দিন-১৪:দৈনিক ১৪৫ এমবি
দ্রষ্টব্য: ৩% সম্পূরক শুল্ক , সম্পূরক শুল্কসহ মোট মূল্যের উপর ১৫% ভ্যাট এবং মূল সেবা মুল্যের উপর ১% সারচার্জ প্রযোজ্য। এই ডাটা বান্ডেলের বাইরে ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার-অনুযায়ী-খরচ ০.০১/১০কেবি প্রযোজ্য হবে। কোড ডায়াল করার পর, যোগ্য গ্রাহক ভয়েস নির্দেশনা শুনবেন এবং ১ চেপে কনফার্ম করার পরে ১৮ মেগাবাইট অবিলম্বে বিতরণ করা হবে এবং অন্য ১৪৫ এমবি ১ ঘন্টার মধ্যে প্রস্তুত হবে। কোনো অপ্রত্যাশিত ব্যবহার-অনুযায়ী-বিল এড়ানোর জন্য, অনুগ্রহ করে ১ বাটন চেপে অন্তত ১ ঘন্টা অপেক্ষা করুন দ্বিতীয় দিন থেকে ১৪ তম দিন পর্যন্ত দৈনিক ভিত্তিতে ১৪৫ এমবি প্যাক দেয়া হবে । একজন গ্রাহক ক্যাম্পেইন চলাকালে একবারই অফারটি পাবেন। আপনার সিমটি অফারের যোগ্য কিনা জানতে ফ্রি ডায়াল করুন ৮৪৪৪৯০ ।
0 comments:
Post a Comment