2016 NEW MUSIC VIDEO

সাকিব আর সহারার গোপন ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

Friday, May 13, 2016

BAGNLA FUNNY VIDEO - SNAKE PRANK বাংলা ফানি ভিডিও - হাসি পাবেই গ্যারান্টি ।

BAGNLA FUNNY VIDEO - SNAKE 


PRANK বাংলা ফানি ভিডিও - হাসি পাবেই গ্যারান্টি ।
















BAGNLA FUNNY VIDEO - SNAKE PRANK বাংলা ফানি ভিডিও -


 হাসি পাবেই গ্যারান্টি ।



BAGNLA FUNNY VIDEO - SNAKE PRANK বাংলা ফানি ভিডিও -


 হাসি পাবেই গ্যারান্টি ।



BAGNLA FUNNY VIDEO - SNAKE PRANK বাংলা ফানি ভিডিও -


 হাসি পাবেই গ্যারান্টি ।



BAGNLA FUNNY VIDEO - SNAKE PRANK বাংলা ফানি ভিডিও -


 হাসি পাবেই গ্যারান্টি ।


                      ভিডিওটা এখানে

না দেখলে পুরাই মিস,,,,, মেয়েটি এটা কি করল !! ছিঃ ছিঃ ছিঃ

না দেখলে পুরাই মিস,,,,, মেয়েটি এটা কি করল !!ছিঃ ছিঃ ছিঃ



না দেখলে পুরাই মিস,,,,, মেয়েটি এটা কি করল !!ছিঃ ছিঃ ছিঃ

না দেখলে পুরাই মিস,,,,, মেয়েটি এটা কি করল !!ছিঃ ছিঃ ছিঃ
না দেখলে পুরাই মিস,,,,, মেয়েটি এটা কি করল !!ছিঃ ছিঃ ছিঃ

                            ভিডিওটা এখানে

Thursday, May 12, 2016

ছাত্রীর গোপন ছবি ও ভিডিও বাজারে ছাড়ার কথা বলে বার বার ধর্ষণ করল পাষাণ শিক্ষক (ভিডিওসহ)

ছাত্রীর গোপন ছবি ও ভিডিও বাজারে ছাড়ার কথা বলে বার বার ধর্ষণ করল পাষাণ শিক্ষক (ভিডিওসহ)




শিক্ষক পরিমল জয়ধরের ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার দশম শ্রেণীর ছাত্রী ধর্ষণের মামলায় রায় আগামী ২৫ নভেম্বর ঘোষণা করা হবে।
মঙ্গলবার মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক সালেহ উদ্দিন আহমেদ রায় ঘোষণার এই তারিখ নির্ধারণ করেন।
এর আগে মামলাটিতে রাষ্ট্রপক্ষ একদিন এবং আসামিপক্ষ দু’দিন আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন। রাষ্ট্রপক্ষে ওই ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফোরকান মিয়া এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মাহফুজ মিয়া যুক্তি উপস্থাপন করেন।
বাকিটুকু পতে ও ভিডিও টি দেখতে নিচে ক্লিক করুন




বেশী বয়সে বিয়ে করলে যা হয় আরকি ! দেখুন, মজা পাবেন.[HD]

বেশী বয়সে বিয়ে করলে যা হয় আরকি ! দেখুন, মজা পাবেন.[HD]





বেশী বয়সে বিয়ে করলে যা হয় আরকি ! দেখুন, মজা পাবেন.[HD]








ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন




বেশী বয়সে বিয়ে করলে যা হয় আরকি ! দেখুন, মজা পাবেন.[HD]




বেশী বয়সে বিয়ে করলে যা হয় আরকি ! দেখুন, মজা পাবেন.[HD]



ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন
















বেশী বয়সে বিয়ে করলে যা হয় আরকি ! দেখুন, মজা পাবেন.[HD]




বেশী বয়সে বিয়ে করলে যা হয় আরকি ! দেখুন, মজা পাবেন.[HD]











Wednesday, May 11, 2016

সাবধান! সেক্সের সময় ভুলেও করবেন না এসব..(দেখুন ভিডিওসহ )

সাবধান! সেক্সের সময় ভুলেও করবেন না এসব..(দেখুন ভিডিওসহ )



Add caption

সাবধান! সেক্সের সময় ভুলেও করবেন না এসব..(দেখুন ভিডিওসহ )



ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন




সাবধান! সেক্সের সময় ভুলেও করবেন না এসব..(দেখুন ভিডিওসহ )




সাবধান! সেক্সের সময় ভুলেও করবেন না এসব..

ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

সাবধান! সেক্সের সময় ভুলেও করবেন না এসব..


ভিডিও দেখতে ক্লিক করুন


Tuesday, May 10, 2016

নিজামী পর্বের সমাপ্তি

নিজামী পর্বের সমাপ্তি



চার দশক আগে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এরমধ্যে দিয়ে ইতিহাসের দায় ঘুচলো বাংলাদেশের, শেষ হলো নিজামীপর্বের। শীর্ষ মানবতাবিরোধী অপরাধী গোলাম আযমের উত্তরসূরি হিসেবে ২০০০ সালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে আসা মতিউর রহমান নিজামীর জন্ম ১৯৪৩ সালের ৩১ মার্চ, পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে। রাত ১২টা ১ মিনিটে সেই নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়।
নিজামী হলেন পঞ্চম মানবতাবিরোধী অপরাধী যার সর্বোচ্চ সাজা কার্যকর হলো। একই সঙ্গে তিনি প্রথম কোনো দলীয় প্রধান একাত্তরে সংঘটিত অপরাধের জন্য ফাঁসিতে ঝুলে যার দণ্ড কার্যকর হলো। আলবদর নেতা থেকে পরিণত বয়সে যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্ত সংগঠন জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নেতা বনে যাওয়া নিজামী রাষ্ট্র গঠনের সরাসরি বিরোধিতা করেও গাড়িতে উড়িয়েছেন মন্ত্রীর পতাকা।
মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী নিধন ও গণহত্যায় নেতৃত্ব দেয়া আলবদর প্রধান মতিউর রহমান নিজামীকে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি মন্ত্রী পদে বসায়। আবার মন্ত্রী হয়েও জড়িয়েছেন নানা অপরাধের সঙ্গে। ১০ ট্রাক অস্ত্র মামলায়ও পেয়েছেন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর চারদলীয় জোট সরকারের আমলের মন্ত্রী নিজামীর বিরুদ্ধে ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে এর মধ্যে আটটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এরমধ্যে চার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড এবং চারটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। প্রমাণিত অভিযোগগুলোর মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড ও দুটিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনটি অভিযোগ থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
পরে এ রায় পুনর্বিবেচনার আবেদন জানান নিজামী।  ৫ মে ওই আবেদন খারিজ করে দেন সর্বোচ্চ আদালত; যার মধ্য দিয়ে তার দণ্ড কার্যকরে আইনি বাধা কাটে। সোমবার বিকেলে রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়ের কপি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কার্যালয় থেকে ট্রাইব্যুনালে পৌঁছায়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে রায় পৌঁছে যায় কারাগারে।
নিয়ম অনুযায়ী বদরপ্রধান নিজামীর সামনে এরপর খোলা ছিল কেবল নিজের কৃতকর্মের জন্য অনুশোচনার কথা জানিয়ে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া। তবে প্রাণভিক্ষা না চাওয়ায় নিজামীর দণ্ড কার্যকর হয় মঙ্গলবার দিবাগত রাতে।
নিজামীর ফাঁসি ঘিরে রাতভর রাজধানীর শাহবাগে অবস্থান নেবেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
বাড়তি নিরাপত্তায় পাবনায়
মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে পাবনা ও সাঁথিয়াসহ জেলার সব জায়গায় এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পাবনা-রাজশাহী এবং পাবনা-ঢাকাসহ সব মহ্সড়কে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকেই গুরুত্বপূর্ণ সড়কে অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব ধরনের যানবাহনে তল্লাশি চালাচ্ছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান খান জানান, যদি আজ রাতেই রায় কার্যকর হয় এবং এই বিষয়টিকে কন্দ্রে করে যেকোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন করার মতো পরিবেশ নস্যাৎ করা হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য অাইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি আরো জানান, নিজামীর দাফন যদি তার নিজ এলাকাতে করা হয় তাহলে সেখানেও প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। কোনো ধরনের নাশকতা করার বা বিশৃঙ্খখলা করার চেষ্টা প্রতিরোধ করা হবে।
পরিবারের সঙ্গে শেষ দেখা
মৃত্যুদণ্ড কার্যকরের তোড়জোড়ের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে নিজামীর সঙ্গে দেখা করে এসেছেন তার পরিবারের সদস্যরা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে তিনটি গাড়িতে নিজামীর পরিবারের সদস্যরা কারা ফটকে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টা কারাগারের ভেতরে অবস্থান করার পর ৯টা ২৫ মিনিটের দিকে কারাগার থেকে বেরিয়ে চলে যান তারা।
কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজামীর ভাতিজি সাংবাদিকদের বলেন, তার চাচা বলেছেন, আমি শক্ত আছি, তোমরাও শক্ত থাকো।
প্রাণভিক্ষা চাইলেন না নিজামী
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিজামীকে দিয়ে পঞ্চমজনের দণ্ড কার্যকর হলো। এরমধ্যে দুজন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার শেষ সুযোগটি নিয়েছিলেন। তারা হলেন- সাবেক মন্ত্রী জামায়াতের আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। তবে তারা কেউ-ই রাষ্ট্রপতির অনুকম্পা পাননি।
নিজামীর রিভিউ আবেদন খারিজের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর তার সামনে খোলা ছিল কেবল রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ। তবে ওই সুযোগ নিজামী নেননি। সোমবারই নিজামীর আইনজীবী ইঙ্গিত দিয়েছিলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন না নিজামী। এরপর মঙ্গলবার সন্ধ্যায় নিজামীর ফাঁসি কার্যকরের চূড়ান্ত প্রস্তুতির মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংবাদমাধ্যম বিবিসিকে জানান, প্রাণ ভিক্ষা চাননি নিজামী।
নিজামীর জন্ম থেকে মৃত্যু
গোলাম আযমের উত্তরসূরি হিসেবে ২০০০ সালে জামায়াতে ইসলামীর নেতৃত্বে আসা মতিউর রহমান নিজামীর জন্ম ১৯৪৩ সালের ৩১ মার্চ, পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে।
স্থানীয় বোয়ালমারি মাদ্রাসায় শিক্ষাজীবন শুরু করা নিজামী কামিল পাস করেন ১৯৬৩ সালে ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে। মাদ্রাসার ছাত্র থাকা অবস্থায় নিজামী ১৯৬১ সালে জামায়াতে ইসলামীর তখনকার ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের সঙ্গে যুক্ত হন।
১৯৬৬ থেকে তিন বছর পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতির দায়িত্ব পালনের পর একাত্তরের সেপ্টেম্বর পর্যন্ত নিখিল পাকিস্তান ইসলামী ছাত্রসংঘের সভাপতি ছিলেন নিজামী। বাংলাদেশের মুক্তিকামী মানুষের স্বাধীনতার লড়াই তখন চূড়ান্ত পর্যায়ে।
১৯৭১ সালের মার্চে মুক্তিযুদ্ধ শুরুর পর এপ্রিলে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করতে মূলত ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গড়ে তোলা হয় আলবদর বাহিনী। ছাত্রসংঘের নেতা হিসাবে আলবদরের নেতৃত্বও নিজামীর কাঁধে বর্তায়।
আলবদর গঠিত হওয়ার পর ২৩ এপ্রিল দৈনিক পাকিস্তানে ছাত্রসংঘের সভাপতি নিজামীর একটি  বিবৃতি প্রকাশিত হয়, যাতে বলা হয়, ‘আলবদর একটি নাম, একটি বিস্ময়। আলবদর একটি প্রতিজ্ঞা। যেখানে তথাকথিত মুক্তিবাহিনী সেখানেই আলবদর। যেখানে দুস্কৃতকারী সেখানেই আলবদর। ভারতীয় চরদের কাছে আলবদর সাক্ষাৎ আজরাইল।’
স্বাধীনতা যুদ্ধে বিজয়ের পর বাংলাদেশ সরকার জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করে। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর জিয়াউর রহমানের আমলে দেশে ফেরার সুযোগ পান জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযম। স্বাধীন বাংলায় প্রকাশ্যে রাজনীতিতে ফেরে স্বাধীনতার বিরোধিতাকারী দলটি।
ওই সময় ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত জামায়াতের ঢাকা মহানগর শাখার আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ছিলেন মতিউর রহমান নিজামী। এরপর ১৯৮৩ সালে পদোন্নতি পেয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হন।
১৯৮৮ সাল পর্যন্ত ওই পদে থেকে দলের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পান নিজামী। গোলাম আযম আমিরের পদ থেকে অবসরে গেলে ২০০০ সাল থেকে নিজামীর নেতৃত্বেই পরিচালিত হয় জামায়াতে ইসলামী।
পাবনা-১ আসন থেকে তিনবার সাংসদ নির্বাচিত হওয়া নিজামীকে ২০০১ সালে মন্ত্রিত্ব দেন বিএনপি প্রধান খালেদা জিয়া। প্রথমে দুই বছর কৃষি মন্ত্রীর দায়িত্বে থেকে সরকারের পরের তিন বছর ছিলেন শিল্পমন্ত্রীর দায়িত্বে।
ওই সময়েই ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য পাচারের পথে চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র ধরা পড়ে, যে মামলার রায়ে গতবছর নিজামীর ফাঁসির আদেশ হয়। কন্টেইনার ডিপোর ইজারা নিয়ে গেটকো দুর্নীতি মামলারও আসামি সাবেক শিল্পমন্ত্রী নিজামী।

2016 NEW MUSIC VIDEO II ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন


সাকিব আর সহারার গোপন ভিডিও দেখতে নিচে ক্লিক করুন


নায়িকা মাহিয়া মাহির গোপন ভিডিও ফাস II ভিডিওটি দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

ইসস্ মানুষ কতটা খারাপ,ভিডিওটা একবার দেখুন

ইসস্ মানুষ কতটা খারাপ,ভিডিওটা একবার দেখুন




ইসস্ মানুষ কতটা খারাপ,ভিডিওটা একবার দেখুন

ভয়ে আতকে উঠবেন আপনিও

ইসস্ মানুষ কতটা খারাপ,ভিডিওটা একবার দেখুন

ভয়ে আতকে উঠবেন আপনিও




ভিডিওটা দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন



ইসস্ মানুষ কতটা খারাপ,ভিডিওটা একবার দেখুন

ভয়ে আতকে উঠবেন আপনিও

ইসস্ মানুষ কতটা খারাপ,ভিডিওটা একবার দেখুন

ভয়ে আতকে উঠবেন আপনিও


ভিডিওটা দেখতে ক্লিক করুন


ইসস্ মানুষ কতটা খারাপ,ভিডিওটা একবার দেখুন

ভয়ে আতকে উঠবেন আপনিও

ইসস্ মানুষ কতটা খারাপ,ভিডিওটা একবার দেখুন

ভয়ে আতকে উঠবেন আপনিও


ভিডিওটা দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন


পুরুষশুন্য দুটি গ্রাম

পুরুষশুন্য দুটি গ্রাম



আব্দুল হাকিম রাজ, মৌলভীবাজারঃ রাজনগর উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় উত্তরভাগ, মনসুরনগর, রাজনগর, মুন্সিবাজার, টেংরা, ফতেপুর ও কামারচাক ইউনিয়নে নারীসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। ফতেপুর ইউনিয়নে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগে এক পরাজিত ইউপি সদস্য প্রার্থীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার থেকে সোমবার পর্যন্ত উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া, চানবাগ, চানবাগ চা বাগান, বড়দল, মনসুরনগর ইউনিয়নের মনসুরনগর, মুন্সিবাজার ইউনিয়নের খঁলাগাঁও, বালিগাঁও, রাজনগর ইউনিয়নের উত্তর ঘড়গাঁও, টেংরা ইউনিয়নের কাছারি, পন্ডিতনগর, রাঙ্গিছড়া, কামারচাক ইউনিয়নের তারাপাশা, একাসন্তোষ এলাকায় নির্বাচনের পর থেকে বিভিন্ন ওয়ার্ডের মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- উমেদ মিয়া (২০), সোনারা বেগম (৪৫), কানাই মিয়া (২৮), হাছনা বেগম (৪০), আমারুন বেগম (৪২), লিমন মিয়া (১৭), বাসিক মিয়া (২৫), আশিক মিয়া (২৫), জাহাঙ্গীর (২০), সাবাজ মিয়া (২৩), আছাদ মিয়া (২৬), তেরাব আলী (৫৫), শহীদ মিয়া (৩২), করামত আলী (৩৩), রাসেল মিয়া (২০), সোহেল মিয়া (২৩), শিপু মিয়া (১৭), জাহাঙ্গীর রহমান (৩২), আলিক মিয়া (২৮), আবেদ আলী (২৪), লিকন মিয়া (২৮), জেলি বেগম (১৮), শামা মিয়া (৩৪), মকবুল মিয়া (৪০), দিপন কর (২৮), অনিতা কর (২৫), জয়া রাণী (৪৫), সাথী রাণী মালাকার (৩০), জয়ন্তী রাণী মালাকার (৫০), চরিত্র মালাকার (৬০)। এদের মধ্যে জাহাঙ্গীর রহমান, লিকন মিয়া, উমেদ মিয়া, সোনারা বেগম ও আমারুন বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের নাম পরিচয় জানা যায়নি। অপরদিকে,৭ মে  শনিবার উপজেলার ফতেপুর ইউনিয়নের মনিয়ারপার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে প্রিজাইডং কর্মকর্তা  বদরুল আমিন সংশ্লিষ্ট প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার পর পরাজিত মেম্বার প্রার্থী মোহাম্মদ আলীর এজেন্ট খুরশেদ আলম (২৫) বাহিরে গিয়ে তার প্রার্থীর পরাজিত হওয়ার খবর দিলে তারা আবারো ভোট গণনার জন্য প্রিজাইডিং কর্মকর্তাকে চাপ দেন। তিনি আবারো ভোট গণনায় রাজি না হলে মোহাম্মদ আলী ও তার লোকজন নির্বাচনী দায়িত্বশীলদের অবরুদ্ধ করে রাখেন। প্রিজাইডিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সদর সার্কেলের এএসপি রাশেদুল হক ঘটনাস্থলে যান। এসময় পরাজিত প্রার্থীর লোকজন পুলিশের গাড়িতে ঢিল ছুড়ে ভাংচুর করেন। ঘটনাস্থল থেকে পুলিশ পরাজিত প্রার্থী মোহাম্মদ আলী (৪৫), মঞ্জুরুল আলম (২০) ও খুরশেদুল আলমকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ এসল্ট মামলায় জেলহাজতে পাঠায়। এদিকে মামলার খবর শুনে গত কদিন ধরে মুনিয়ারপার ও পার্শ্ববর্তী ফতেপুর গ্রাম পুলিশের ভয়ে পুরুষশুন্য হয়ে পড়েছে। এলাকাবাসী জানায়, কয়েকজন দালাল নিরিহ মানুসদের হয়রনীর লক্ষ্যে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আসছে। মুনিয়ারপার গ্রামের বিএনপি নেতা জয়নাল আবেদীন(৫৫) জানান, ঘটনার সময় তিনি মোবাইল টিমের দায়িত্বে থাকা হবিগঞ্জ জেলা পুলিশের এস, আই আবুল হোসেনকে সাথে নিয়ে উত্তেজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন।তিনি না থাকলে তখন পুলিশের উপর মানুসজন আক্রমন চালাত,কিন্তু এত চেষ্টার পর এখন পুলিশ বলছে তিনি ও আসামী।  এ ঘটনায় সুনামগঞ্জ পুলিশের এসআই পবিত্র কুমার সিংহ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ ৫০ জনকে আসামী করেছেন। রাজনগর থানার ওসি আব্দুল বাছেদ বলেন, নির্বাচনের দিন পুলিশের গাড়ীতে হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার আই,ও এস,আই আজিজ জানান,ঘটনায় জড়িত কিছু মানুসের নাম আসছে,তবে সত্যাতা যাচাই করে আইনী ব্যবস্থা নেয়া হবে। অন্যান্য এলাকায় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলেও তারা বিষয়টি আপোষ মিমাংসা করেছেন।










Monday, May 9, 2016

নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !! দেখুন ভিডিও সহ !

নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !! দেখুন ভিডিও সহ !





নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন



নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !


নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন



নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !নিজ বাড়িতে সিংহের আক্রমনের শিকার বাড়িওলা !!  দেখুন ভিডিও সহ !

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন



দুপুর বেলায় বাগানে গিয়ে গাছ তলায় এ কি করল মেয়ে টি ?? (১৮ +)

দুপুর বেলায় বাগানে গিয়ে গাছ তলায় এ কি করল মেয়ে টি ?? (১৮ +)





দুপুর বেলায় বাগানে গিয়ে গাছ তলায় এ কি করল মেয়ে টি ?? (১৮ +)
দুপুর বেলায় বাগানে গিয়ে গাছ তলায় এ কি করল মেয়ে টি ?? (১৮ +)

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন


দুপুর বেলায় বাগানে গিয়ে গাছ তলায় এ কি করল মেয়ে টি ?? (১৮ +)
দুপুর বেলায় বাগানে গিয়ে গাছ তলায় এ কি করল মেয়ে টি ?? (১৮ +)
দুপুর বেলায় বাগানে গিয়ে গাছ তলায় এ কি করল মেয়ে টি ?? (১৮ +)

ভিডিওটি দেখতে  ক্লিক করুন


দুপুর বেলায় বাগানে গিয়ে গাছ তলায় এ কি করল মেয়ে টি ?? (১৮ +)
দুপুর বেলায় বাগানে গিয়ে গাছ তলায় এ কি করল মেয়ে টি ?? (১৮ +)
দুপুর বেলায় বাগানে গিয়ে গাছ তলায় এ কি করল মেয়ে টি ?? (১৮ +)

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন


দুপুর বেলায় বাগানে গিয়ে গাছ তলায় এ কি করল মেয়ে টি ?? (১৮ +)


Sunday, May 8, 2016

আঁখি আলমগীরের যে নতুন সেক্সি ভিডিওটি সানি লিওন ও প্রভাকেও হার মানিয়েছে

আঁখি আলমগীরের যে নতুন সেক্সি ভিডিওটি সানি লিওন ও প্রভাকেও হার মানিয়েছে





ভিডিওটি দেখতে হলে নিচের ক্লিক করুন





আঁখি আলমগীরের যে নতুন সেক্সি ভিডিওটি সানি লিওন ও প্রভাকেও হার মানিয়েছে।
আঁখি আলমগীরের যে নতুন সেক্সি ভিডিওটি সানি লিওন ও প্রভাকেও হার মানিয়েছে।

ভিডিওটি দেখতে হলে নিচের ক্লিক করুন

আঁখি আলমগীরের যে নতুন সেক্সি ভিডিওটি সানি লিওন ও প্রভাকেও হার মানিয়েছে।
আঁখি আলমগীরের যে নতুন সেক্সি ভিডিওটি সানি লিওন ও প্রভাকেও হার মানিয়েছে।
আঁখি আলমগীরের যে নতুন সেক্সি ভিডিওটি সানি লিওন ও প্রভাকেও হার মানিয়েছে।

ভিডিওটি দেখতে হলে নিচের ক্লিক করুন



আঁখি আলমগীরের যে নতুন সেক্সি ভিডিওটি সানি লিওন ও প্রভাকেও হার মানিয়েছে।
আঁখি আলমগীরের যে নতুন সেক্সি ভিডিওটি সানি লিওন ও প্রভাকেও হার মানিয়েছে।
আঁখি আলমগীরের যে নতুন সেক্সি ভিডিওটি সানি লিওন ও প্রভাকেও হার মানিয়েছে।

ভিডিওটি দেখতে হলে নিচে ক্লিক করুন

আঁখি আলমগীরের যে নতুন সেক্সি ভিডিওটি সানি লিওন ও প্রভাকেও হার মানিয়েছে।

আমি রুবেলের বাচ্চার মা হতে চলেছি: হ্যাপি!

আমি রুবেলের বাচ্চার মা হতে চলেছি: হ্যাপি!




তাদের সম্পর্ক ভেঙে গেছে প্রায় ১ বছর। ক্রিকেটার
রুবেল এবং আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তার
হ্যাপির ঘটনা নতুন করে বলার কিছু নেই। দুজনই এখন ব্যস্ত
নিজেদের জীবন নিয়ে। রুবেল ঢাকা প্রিমিয়ার লীগ
খেলছেন, জাতীয় দলে ফেরার লড়ায়ে রয়েছেন তিনি।
আর হ্যাপি নতুন জীবন হিসেবে বেছে নিয়েছেন ধার্মিক
জীবন। তারপরও যেন বিতর্ক এই দুজনের পিছু ছাড়ছে না।
এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
হ্যাপির একটি ফেক আইডি খুলে কে বা কারা যেন
লিখেছে, আমি রুবেলের বাচ্চার মা হতে চলেছি। আমার
জন্য সবাই দোয়া করবেন। এ বিষয়ে হ্যাপির সঙ্গে
যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ফলে বিষয়টি নিয়ে বেশ রসালো আলোচনা চলছে
ফেসবুকে।
উল্লেখ্য, রুবেলের সঙ্গে ব্রেকআপের পর হ্যাপি
বলেছিলেন, আমি প্রায় রুবেলের বাসায় গিয়ে থাকতাম।
রাত কাটাতাম। গত ৩ ডিসেম্বর রাত সাড়ে ১২টায় আমি
না বলেই হঠাৎ ওর বাসায় গিয়ে দেখি দুটি মেয়ে বসে
আছে। আমি জানতে চাইলাম-এরা কারা? রুবেল বলল,
মেয়ে দুটি তার বান্ধবী। শুনে আমার মাথায় রক্ত উঠে
গেল।
রুবেলের সঙ্গে প্রেমের কথা বলতে গিয়ে হ্যাপি
এভাবেই বর্ণনা করছিলেন। তিনি বলেন, রুবেলের সঙ্গে
প্রেমের সম্পর্কের ব্যাপারে জাতীয় ক্রিকেট দলের
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ কয়েকজন ক্রিকেটার
খুব ভাল করেই জানতেন। তারা রুবেলকে অনেকবার
বুঝিয়েছেন, ‘রুবেল তুমি হ্যাপিকে বিয়ে করে ফেল। ও খুব
ভালো মেয়ে। হ্যাপি তোমাকে অনেক বেশি
ভালোবাসে।’
মাশরাফি ছাড়াও যে সব ক্রিকেটার হ্যাপি-রুবেল
কাহিনী জানতেন তারা হলেন, মুশফিক, সফিউল, নাসির
এবং মোমিনুল। সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন
হ্যাপি নিজেই। ভিডিও’টি দেখতে এখানে ক্লিক করুন

এমবি কম থাকলেও বাসর রাতের এই ভিডিওটি দেখুন শিখতে পারবেন অনেক কিছু

এমবি কম থাকলেও বাসর রাতের এই ভিডিওটি দেখুন শিখতে পারবেন অনেক কিছু


ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন


এমবি কম থাকলেও প্লীজ বাসর রাতের এই ভিডিওটি দেখুন শিখতে পারবেন অনেক কিছু

এমবি কম থাকলেও প্লীজ বাসর রাতের এই ভিডিওটি দেখুন শিখতে পারবেন অনেক কিছু
ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন


এমবি কম থাকলেও প্লীজ বাসর রাতের এই ভিডিওটি দেখুন শিখতে পারবেন অনেক কিছু
এমবি কম থাকলেও প্লীজ বাসর রাতের এই ভিডিওটি দেখুন শিখতে পারবেন অনেক কিছু

ভিডিওটি দেখতে হলে নিচে ক্লিক করুন


ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

এমবি কম থাকলেও প্লীজ বাসর রাতের এই ভিডিওটি দেখুন শিখতে পারবেন অনেক কিছু
এমবি কম থাকলেও প্লীজ বাসর রাতের এই ভিডিওটি দেখুন শিখতে পারবেন অনেক কিছু
এমবি কম থাকলেও প্লীজ বাসর রাতের এই ভিডিওটি দেখুন শিখতে পারবেন অনেক কিছু

ভিডিওটি দেখতে হলে নিচে ক্লিক করুন


এমবি কম থাকলেও প্লীজ বাসর রাতের এই ভিডিওটি দেখুন শিখতে পারবেন অনেক কিছু
এমবি কম থাকলেও প্লীজ বাসর রাতের এই ভিডিওটি দেখুন শিখতে পারবেন অনেক কিছু

ভিডিওটি দেখতে হলে ক্লিক করুন

দিনে দুপুরে ঢাকার একটি পার্কে উলঙ্গ হয়ে সেক্স করল দুটি ছেলে মেয়ে।

দিনে দুপুরে ঢাকার একটি পার্কে উলঙ্গ হয়ে সেক্স করল দুটি ছেলে মেয়ে।


Add caption

দিনে দুপুরে ঢাকার একটি পার্কে উলঙ্গ হয়ে সেক্স করল দুটি ছেলে মেয়ে।
দিনে দুপুরে ঢাকার একটি পার্কে উলঙ্গ হয়ে সেক্স করল দুটি ছেলে মেয়ে।

ভিডিওটি দেখতে হলে নিচে ক্লিক করুন

দিনে দুপুরে ঢাকার একটি পার্কে উলঙ্গ হয়ে সেক্স করল দুটি ছেলে মেয়ে।
দিনে দুপুরে ঢাকার একটি পার্কে উলঙ্গ হয়ে সেক্স করল দুটি ছেলে মেয়ে।
দিনে দুপুরে ঢাকার একটি পার্কে উলঙ্গ হয়ে সেক্স করল দুটি ছেলে মেয়ে।
দিনে দুপুরে ঢাকার একটি পার্কে উলঙ্গ হয়ে সেক্স করল দুটি ছেলে মেয়ে।
দিনে দুপুরে ঢাকার একটি পার্কে উলঙ্গ হয়ে সেক্স করল দুটি ছেলে মেয়ে।
দিনে দুপুরে ঢাকার একটি পার্কে উলঙ্গ হয়ে সেক্স করল দুটি ছেলে মেয়ে।

ভিডিওটি দেখতে হলে নিচে  ক্লিক করুন


দিনে দুপুরে ঢাকার একটি পার্কে উলঙ্গ হয়ে সেক্স করল দুটি ছেলে মেয়ে।

                            ভিডিওটি ক্লিক করুন

নামটা ও সিঙ্গেল ই হোক মানুস টা যখন সিঙ্গেল

নামটা ও সিঙ্গেল ই হোক মানুস টা যখন সিঙ্গেল







Facebook name single forever, this tune is applicable any time and any update of facebook.
টেকটিউনে এটাই আমার প্রথম টিউন তাছাড়া আমি পিসি দিয়ে ভাল করে বাংলা লিখতে পারিনা, তবুও শুরু করলাম।
আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে সিঙ্গেল নাম করতে হয়। এ নিয়ে অনেক টিউন হয়েছে হয়তো কিন্তু সবাই এক একটা প্রোক্সি দেয় যেটা কিছুদিন পর ই বন্ধ হয়ে যায়। তাই আমি নিয়ে এলাম কোনো প্রোক্সি ছাড়া সিঙেল নাম বানানোর টিপস।
প্রথমেই  এপ্স টি ইন্সটল করে নিন, এবার ওপেন করে করে ইন্দোনেশিয়া সিলেক্ট করে কানেক্ট করেন, অবিশ্বাস্য এবং চির অসত্য হলেও এটাই সত্যি যে আপনি এখন ইন্দোনেশিয়ায় বসে আছেন 8-)।
কানেক্ট হলে স্ট্যাটাস বার এর উপর দেখে চাবির মত একটা চিনহ আসবে। এবার ওপেরা বা অন্য কোন ব্রাওজারের ডাটা ক্লিয়ার করে তারপর ফেসবুকে লগ ইন করেন। ফেসবুক সেটিং থেকে ভাষা হিসেবে bhasha indoneshia সিলেক্ট করেন, তারপর নাম রিনেম করে শুধু প্রথম অংশ রেখে বাকি অংশ কেটে দেন, তারপর সেভ করেন। দেখেন সুরসুর করে সেভ হয়ে যাবে :mrgreen: