আমি রুবেলের বাচ্চার মা হতে চলেছি: হ্যাপি!
তাদের সম্পর্ক ভেঙে গেছে প্রায় ১ বছর। ক্রিকেটার
রুবেল এবং আলোচিত অভিনেত্রী নাজনীন আক্তারহ্যাপির ঘটনা নতুন করে বলার কিছু নেই। দুজনই এখন ব্যস্ত
নিজেদের জীবন নিয়ে। রুবেল ঢাকা প্রিমিয়ার লীগ
খেলছেন, জাতীয় দলে ফেরার লড়ায়ে রয়েছেন তিনি।
আর হ্যাপি নতুন জীবন হিসেবে বেছে নিয়েছেন ধার্মিক
জীবন। তারপরও যেন বিতর্ক এই দুজনের পিছু ছাড়ছে না।
এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে
হ্যাপির একটি ফেক আইডি খুলে কে বা কারা যেন
লিখেছে, আমি রুবেলের বাচ্চার মা হতে চলেছি। আমার
জন্য সবাই দোয়া করবেন। এ বিষয়ে হ্যাপির সঙ্গে
যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
ফলে বিষয়টি নিয়ে বেশ রসালো আলোচনা চলছে
ফেসবুকে।
উল্লেখ্য, রুবেলের সঙ্গে ব্রেকআপের পর হ্যাপি
বলেছিলেন, আমি প্রায় রুবেলের বাসায় গিয়ে থাকতাম।
রাত কাটাতাম। গত ৩ ডিসেম্বর রাত সাড়ে ১২টায় আমি
না বলেই হঠাৎ ওর বাসায় গিয়ে দেখি দুটি মেয়ে বসে
আছে। আমি জানতে চাইলাম-এরা কারা? রুবেল বলল,
মেয়ে দুটি তার বান্ধবী। শুনে আমার মাথায় রক্ত উঠে
গেল।
রুবেলের সঙ্গে প্রেমের কথা বলতে গিয়ে হ্যাপি
এভাবেই বর্ণনা করছিলেন। তিনি বলেন, রুবেলের সঙ্গে
প্রেমের সম্পর্কের ব্যাপারে জাতীয় ক্রিকেট দলের
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাসহ কয়েকজন ক্রিকেটার
খুব ভাল করেই জানতেন। তারা রুবেলকে অনেকবার
বুঝিয়েছেন, ‘রুবেল তুমি হ্যাপিকে বিয়ে করে ফেল। ও খুব
ভালো মেয়ে। হ্যাপি তোমাকে অনেক বেশি
ভালোবাসে।’
মাশরাফি ছাড়াও যে সব ক্রিকেটার হ্যাপি-রুবেল
কাহিনী জানতেন তারা হলেন, মুশফিক, সফিউল, নাসির
এবং মোমিনুল। সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন
হ্যাপি নিজেই। ভিডিও’টি দেখতে এখানে ক্লিক করুন
0 comments:
Post a Comment