নারী উত্ত্যক্তকারীকে গণপিটুনি, ভিডিও ভাইরাল
দুই সন্তানের বাবা, কাজ করেন একটি আইটি ফার্মে। রাস্তার পাশে দাঁড়িয়ে প্রায়ই নারীদের উত্ত্যক্ত করেন। এবার ২৫ বছর বয়সী এক নারীর অভিযোগের পর আর মাফ পাননি। রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে উত্তম মাধ্যম দিয়েছে লোকজন।
ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন
আর সেই পিটুনির ভিডিও সোশ্যাল সাইটগুলোতে ভাইরাল ছড়িয়েছে। ভিডিওটি ভারতের বেঙ্গালুরু থেকে মোবাইলে শ্যুট করা হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
ওই নারী অভিযোগ করেছেন, অফিসে যাওয়ার পথে প্রায় এই ব্যক্তি তাকে বিভিন্ন কটূ কথা বলতেন, যৌন হয়রানি করতেন। তিনি মুখ বুজে আর সহ্য করতে না পেরে তার স্বামীকে ঘটনাটা বলেছেন। এরপর তার স্বামী এসে হাতেনাতে ধরে তাকে উত্তম মাধ্যম দিয়েছেন। এসময় পথচারিরাও ‘ঝাল’ মিটিয়েছেন ওই উত্ত্যক্তকারীর ওপর।
পুলিশ বলছে, এই লোকের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। অবশ্য এবার কোনো পক্ষই অভিযোগ না করায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। তবে তাকে থানায় এনে সতর্কতা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
0 comments:
Post a Comment