নিহত ও অংশগ্রহণকারীর সন্ধান দিলে লাখ টাকা পুরস্কার
রাজশাহীর বাগমারায় কাদিয়ানি মসজিদে বোমা হামলায় নিহত ও অংশগ্রহণকারী দুই ব্যক্তির সন্ধানদাতার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ তার কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, বাগমারা উপজেলার সৈয়দপুর চকপাড়া কাদিয়ানি মসজিদে বোমা হামলার ঘটনা ইতিমধ্যে চার মাস পার হয়েছে। এ সময় রাজশাহীর পুলিশ ও আইন প্রয়োগকারী অন্য সংস্থার সদস্যরা বিষয়টি নিয়ে তদন্ত করেছে। ইতিমধ্যে তদন্তের অগ্রগতি হয়েছে। তিনি বলেন, মসজিদে বোমা হামলার তদন্তের শুরুর পর আমাদের প্রধান টার্গেট ছিল নিহতের পরিচয় শনাক্ত করা। নিহত ব্যক্তির শরীর ও অন্য আলামতের ওপর নির্ভর করে তাকে শনাক্ত করার চেষ্টা করা হয়। কিন্তু তা সম্ভব হয়নি। এরপর সিআইডির সংগৃহীত নিহত ব্যক্তির আঙুলের ছাপ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র শাখায় প্রেরণ করা হয়। কিন্তু আঙুলের ছাপ সেখানে ম্যাচ করেনি।
পুলিশ সুপার বলেন, এছাড়া নিহতের পরিচয় শনাক্তের জন্য ৬৪ জেলার সব থানায় ছবি প্রেরণ করা হয়েছে। কিন্তু বর্তমান সময় পর্যন্ত তার পরিচয় সম্পর্কিত কোনো তথ্য পাওয়া সম্ভব হয়নি। এছাড়া ঘটনাস্থল থেকে নিহতের রক্ত সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। তার রক্তের নমুনা সংরক্ষণ করা আছে। মৃত ব্যক্তির কোনো নিকটাত্মীয়কে পাওয়া গেলে ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয় উদঘাটন করা সম্ভব হবে।
পুলিশ সুপার উপস্থিত গণমাধ্যমকর্মীদের জানান. ঘটনার সময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি পাশেই মোটরসাইকেলে অবস্থান করছিল। এদের দুজনের মধ্যে একজনের ব্যাপারে কিছুটা তথ্য পাওয়া গেছে। তার একটি অস্পষ্ট ছবিও উদ্ধার করা হয়েছে। এ ছবি থেকে তাকে আটক বা শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
পুলিশ সুপার বলেন, তাদের দুজনের পরিচয় দিতে পারলে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। নিরাপত্তার স্বার্থে সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে। আমরা সন্ধানদাতার পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার নিশারুল আরিফ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর হোসেন, সুমিত চৌধুরী, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসলাম উদ্দিন, আবদুর রশিদ এবং জাহিদুর রহমান উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, গত বছরের ২৫ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের সময় শক্তিশালী বোমার বিস্ফোরণে বোমা হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়।
0 comments:
Post a Comment