মুস্তাফিজ ভক্তদের জন্য নতুন দুঃসংবাদ!
বাংলাদেশ ক্রিকেটের নতুন পেস বিস্ময় হিসেবেই অভিহিত করা হয়ে থাকে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের শুরু থেকেই প্রতিনিয়ত চমক সৃষ্টি করে যাচ্ছেন তিনি। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তার অসাধারন বৈচিত্রপূর্ণ বোলিংয়ে ক্রিকেট বিশ্বের অনেক বাঘা ব্যাটসম্যানেরাও উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।
দুর্দান্ত পারফর্মেন্সের সুবাদে বিশ্বের অনেক জনপ্রিয় ক্রিকেট লীগেও খেলার সুযোগ পেয়েছেন মুস্তাফিজ। সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের জনপ্রিয় ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেট লীগ আইপিএল এবং ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার জন্য ডাক পান তিনি। ইতিমধ্যে আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অসাধারণ পারফর্মেন্সের সুবাদে হয়ে উঠেছেন দলের অপরিহার্য সদস্য।
আইপিএল খেলা শেষ হওয়ার পরেই ইংলিশ কাউন্টি ক্রিকেটের দল সাসেক্সে খেলতে যাওয়ার কথা ছিল মুস্তাফিজের। তবে মুস্তাফিজকে কাউন্টিতে খেলার জন্য ছাড়পত্র দিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, “মুস্তাফিজের পেশি এখনও তেমন সুগঠিত নয়। তার উপর এর মধ্যেই মাত্র এক বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে দু’বার চোট লেগে ৯টি আন্তর্জাতিক ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে”।
মুস্তাফিজের বিশেষ কাটার ডেলিভারি দিতে গেলে এখনও পুরনো ব্যথা বোধ করতে পারছেন তিনি। এই সমস্যার জন্য তাঁকে বিশ্রাম দিয়ে দিয়ে ম্যাচ খেলানোর পরামর্শ আগেই দিয়েছিলেন বিসিবি-র প্রধান চিকিৎসক দেবাশিস।
তাই কাউন্টি ক্রিকেটে খেলার অনুমতি দিয়ে মুস্তাফিজুরকে বড় ধরনের বিপদে ফেলার পক্ষে নন এই চিকিৎসক। ইংলিশ কাউন্টি ক্রিকেটের দীর্ঘ সূচির ম্যাচ খেলতে তাই মুস্তাফিজুরকে এনওসি দিতে নারাজ বিসিবি। প্রয়োজনে সাসেক্সকে শর্ত দেওয়ার কথাও পর্যন্ত ভাবছে বিসিবি।
0 comments:
Post a Comment