কবর থেকে দিনে দুপুরে জিন্দা মানুষ তোলা হচ্ছে (ভিডিও সহ)
কবর থেকে দিনে দুপুরে জিন্দা মানুষ তোলা হচ্ছে। বিষয়টি চোখে পড়লে যেকেউ একবারের জন্য হলেও থমকে যাবে।
সিরিয়াস কিছু কিনা সেটা জানতে চাইবে?আমরাও যখন প্রথম এটি দেখতে পাই তখন কিছু সময়ের জন্য থমকে গিয়েছিলাম। আমরাও ধমকে যাই যখন দেখি চারজন যুবক একটি কবর খুঁড়ছিলো। আর আশেপাশের শত শত আবাল, বৃদ্ধ বনিতা তা দাড়িয়ে দাড়িয়ে দেখছিলো। কবরে যিনি শায়িত আছেন তার নাম জাহাঙ্গীর, আর যারা কবর খুঁড়ছেন তাদের দলনেতা বাদশা।
0 comments:
Post a Comment