2016 NEW MUSIC VIDEO

সাকিব আর সহারার গোপন ভিডিও দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন

Wednesday, May 4, 2016

এক জাতীয় পরিচয়পত্রে নিবন্ধন হয়েছে ৬০ হাজার সিম!

এক জাতীয় পরিচয়পত্রে নিবন্ধন হয়েছে ৬০ হাজার সিম!


একটি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করা হয়েছে ৬০ হাজার সিম। সংসদে সরকার দলীয় এক সাংসদের প্রশ্নের উত্তরে এমন তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তার এই তথ্য তৈরি করেছে দারুণ চাঞ্চল্য।


তারানা হালিম বলেন, ‘এক পরিচয়পত্রে এতো সিম নিবন্ধনের ফলে নানা রকম সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ ব্যবসা ভিওআইপি চলছিলো। ফলে সন্ত্রাসীদের চিহ্নিত করা অসম্ভব হয়ে পড়েছিলো।’
গত ২২ সেপ্টেম্বর তারানা হালিম বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে একটি জাতীয় পরিচয়পত্রে ১৪ হাজার সিম নিবন্ধন করা হয়েছে বলে তথ্য দিয়েছিলেন। এবার আরো বড় তথ্য দিলেন তিনি।

নায়িকা পরী মনির গোপন ভিডিও ফাস II ভিডিওটি দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন


তারানা হালিম জানান, বায়োমেট্রিক পদ্ধিতিতে সিম নিবন্ধনে গ্রাহকের নতুন কোনো তথ্য নেয়া হচ্ছে না। বরং আগে তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।
আঙুলের ছাপ বিদেশি প্রতিষ্ঠানের কাছে চলে যাচ্ছে কিনা; এ প্রসঙ্গে তারানা বলেন, ‘এটি একটি বাইনারি কোডের মাধ্যমে হচ্ছে। যা ইমপ্লান্ট করা যায় না। ফলে তথ্য কারো কাছে যাওয়ার কোনো সুযোগ নেই।’
তারানা হালিম আরো বলেন, ‘বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের মাধ্যমে গ্রাহক সিমের মালিকানা স্বীকার করছেন। ফলে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হলে অপরাধীকে শনাক্ত করা সহজ হবে।’



0 comments: