পোষা টিয়াবৌকে খুনের হুমকি দেওয়ায় সোরগোল
স্ত্রী না টিয়া- এই নিয়ে প্রতিবেশীরা ধন্দ্বে।
II ভিডিওটি দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন
ক্যানাডার অন্টারিওতে এক বাসার বাসিন্দা তার স্ত্রীর সঙ্গে তুমুল ঝগড়া করছে এবং তাকে খুনের হুমকি দিচ্ছে ও তার মৃত্যু কামনা করছে শুনে উদ্বগ্ন প্রতিবেশীরা পুলিশ ডাকার সিদ্ধান্ত নেয়।
টরন্টো আর কিংসটনের মাঝামাঝি অন্টারিওর ব্রাইটন শহরের পুলিশ বলছে রাত আটটা নাগাদ উদ্বিগ্ন প্রতিবেশীরা পুলিশ ডাকে এবং বলে তাদের ধারনা পাশের বাসায় বিরাট দাম্পত্য কলহ চলছে এবং যে কোনোসময় খুনোখুনির ঘটনা ঘটতে পারে।
পুলিশ কনস্টেবল স্টিভ বেটস্ ক্যানাডার সংবাদমাধ্যমকে জানান প্রতিবেশীরা জানত ওই বাসায় এক দম্পতি থাকেন।
মিঃ বেটস্ বলেন তাদের জানানো হয় গৃহস্বামী চিৎকার করছেন এই বলে ''আমি চাই তুমি মরো- মরে যাও।"
এছাড়াও ওই গৃহস্বামী অপমানসূচক নানা গালিগালাজ করছেন এবং নারীকণ্ঠেও তার নানা অপমানসূচক জবাব শোনা যাচ্ছে বলে পুলিশকে জাননো হয়।
কাজেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশএবং মিঃ বেটস্ বলেন তারা দেখেন বাড়িতে মাত্র একজনই পুরুষ তার পোষা টিয়াপাখির উদ্দেশ্যে চিৎকার করে এইসব গালিগালাজ করছেন এবং তার পোষা টিয়াও তারস্বরে মণিবের সব কথার পুনরাবৃত্তি করছে।
মিঃ বেটস্ জানান পুরুষটি মদ্যপান করছিল, তবে টিয়াপাখিকে সে কোনোরকম মারধোর করে নি।
মিঃ বেটস বলেন এ ঘটনায় তারা বিরাট তাজ্জব বনে গেছেন তবে তার ভাষায় এধরনের ব্যতিক্রমী ঘটনা তাদের দৈনন্দিন কাজের মধ্যে কিছু বৈচিত্র্যের খোরাক জোগায়।
0 comments:
Post a Comment