ভিডিওটি দেখতে নিচের DOWNLOAD বাটনে ক্লিক করুন
মুস্তাফিজ আইপিএল খেলতে গিয়ে ক্রিকেট বিশ্বে ‘ফিজ’ নাম পেয়েছেন। তাঁকে নিয়ে ক্রিকেট বোদ্ধাদের ঘোর কাটছে না। এই বিস্ময়ের মধ্যেই আসছেন আরেক বিস্ময় তার ভাই।
মুস্তাফিজের খালাতো ছোট ভাই পিয়াস। ক্লাব ক্রিকেটে দারুণ এক আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি যশোরের ঐতিহ্যবাহী ক্লাব জাগরণী চক্রের হয়ে পিয়াস মাত্র চার ওভার বল করে তের রানের বিনিময়ে আট উইকেট তুলে নিয়ে সবার দৃষ্টি কাড়েন।
জাগরণী চক্রের কোচ পিয়াস সম্পর্কে জানান, ওর খেলায় নতুনত্ব আছে, ব্যাট কিংবা বল দুটোতেই সমানভাবে পারদর্শীতা অর্জন করছে দিন দিন। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন পিয়াস, আশা করি সুযোগ পেলে সবাইকে চমকে দেবে ও।
এছাড়াও পিয়াসের খেলা মুগ্ধ করেছে জাতীয় দলের সাবেক পেসার তারকা খেলোয়াড় মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও সৈয়দ রাসেল। অচিরেই মুস্তাফিজের মত পিয়াসের গায়েও জাতীয় দলের পোশাক দেখতে চান এলাকাবাসী। পিয়াসের পৈত্রিক ভূমি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার জুগিখালি গ্রামে।
0 comments:
Post a Comment