নড়াইলে সেই নির্যাতিত গৃহবধূ ববিতা এবার হতে চান চেয়ারম্যান প্রার্থী
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হতে চান নির্যাতিত গৃহবধূ ববিতা খানম। তিনি গরিব-দুঃখী ও অসহায় নারীদের জন্য কাজ চান বলে জানান। তাই পঞ্চমধাপে অনুষ্ঠিত এই নির্বাচনে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।
নির্বাচন করতে চান? এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন, যারা আমাকে নির্যাতন করেছিল, তাদের মধ্যে অন্যতম এক আসামি নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তার মতো ব্যক্তি নির্বাচনে প্রার্থী হচ্ছে জেনে আমি ব্যথিত। তিনি যদি নির্বাচনে প্রার্থী হতে পারেন,তবে আমার বাধা কোথায়? আমি বিজয়ী হয়ে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই। আর কোনও নারী যাতে অমানবিক নির্যাতনের শিকার না হয় তা নিয়ে কাজ করতে চাই।
0 comments:
Post a Comment