দামুড়হুদায় দুই ভূয়া চিকিৎসকের জেল-জরিমানা
শামসুজ্জোহা পলাশ, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফোরকান (৩৩) ও জান মোহাম্মদ (৩০) নামের দু’ভূয়া চক্ষু চিকিৎসককে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ দিন করে কারাদন্ডের আদেশ দিয়েছে ভ্রাম্যান আদালতের বিচারক।
সোমবার দুপুর আড়াইটার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদুর রহমান এ রায় প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার রতনপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে ফোরকান এবং নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সাহাপুর গ্রামের লালন ফকিরের ছেলে জান মোহাম্মদ সোমবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্তরে মাইকে প্রচার করে চক্ষু বিশেষজ্ঞ পরিচয়ে এলাকারম লোকজনের চক্ষু পরীক্ষা শুরু করে এবং পরীক্ষার নামে রোগীপ্রতি ২ থেকে ৩’শ টাকা করে নিয়ে চশমা দেয়া শুরু করে।
তাদের আচার-আচারণে এলাকার মানুষের মধ্যে সন্দেহ দেখা দেওয়ার এক পর্যায়ে তাদের সনদপত্র দেখতে চাই এলাকাবাসী। তারা সনদপত্র না দেখিয়ে ব্যাগপত্র গুছিয়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাদেরকে আটক করে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌছে তাদের সনদপত্র দেখেন এবং ভূয়া সনদপত্রে চিকিৎসার নামে অপচিকিৎসার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় তাদের উভয়কেই ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড এবং ১০ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ দিনের কারাদন্ডের আদেশ দেন।
0 comments:
Post a Comment