মৃত হাঙরের পেট কেটে বের করে আনা হল তিন তিনটি জীবন্ত হাঙড়ের বাচ্চা। মার্কিন এক পরিবার গিয়েছিল সাউথ আফ্রিকার কেপ টাউন বীচে বেড়াতে। সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে বাধে এই মৃত হাঙর। তবে এর কিছুক্ষণের মধ্যেই পরিবারটি লক্ষ্য করে হাঙরটি মৃত হলেও পেটের মধ্যে কিছু একটা নড়ছে। পরিবারটির কর্তার সন্দেহ হয়, হাঙড়টির পেটের মধ্যে বাচ্চা আছে, আর সেই অনুমানের ভিত্তিতে হাতের কাছের এক ছুরি নিয়ে কাটতে শুরু করে মৃত হাঙরের পেটটি। শুরু হয়ে যায় অস্ত্রোপাচার। যখন লোকটি পেট কাটা শুরু করলেন ভিডিওতে শোনা যায়, একজন প্রত্যক্ষদর্শী পাশ থেকে বলছেন, তার মনে হয় না পেটের মধ্যে বাচ্চা আছে।
Wednesday, April 20, 2016
Home »
» মৃত হাঙরের পেট থেকে যেভাবে বেরিয়ে এলো জীবিত বাচ্চা (ভিডিও সহ)
মৃত হাঙরের পেট থেকে যেভাবে বেরিয়ে এলো জীবিত বাচ্চা (ভিডিও সহ)
By Unknown12:47:00 PM
0 comments:
Post a Comment