ফেসবুকে ব্লক করা যায় না তাকে!
ফেসবুক একটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম। এর ইতিবাচক-নেতিবাচক উভয় দিকই রয়েছে। এতে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষার পাশাপাশি অহেতুক হয়রানি বা বিরক্তির ঘটনাও ঘটছে। কখনো কখনো বিরক্তি বা ঝামেলা এড়াতে বিরক্তিকর ব্যক্তিকে ব্লক করে দিতে হয়।
ফেসবুকে যে কেউ আপনাকে বিরক্ত করতে পারে। মন্তব্যে জাতি বা লিঙ্গগত বৈষম্য ব্যবহার করতে পারে। এসব কারণে তাকে আপনি সহজেই ব্লক করে দিতে পারেন। কখনো কখনো বাধ্য হয়েই এমনটা করতে হয়।
কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ফেসবুকে মাত্র একটা প্রোফাইল আছে যাকে আপনি কখনোই ব্লক করতে পারবেন না। তার মানে সে যাচ্ছেতাই করতে পারে। আপনার ফেসবুক পোস্টে যা খুশি লিখতে পারে। এমনকি বিরক্তও করতে পারে।
একথা শুনে আপনি হয়তো ভাবছেন, কে সেই ক্ষমতাধর ব্যক্তি? প্রশ্ন রীতিমত মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তাই না? কে হতে পারে? একটু ভাবুন তো। না, মিলছে না? তাহলে পরিষ্কার করেই বলি, তাঁর পরিচয় দিলে আপনি তাকে আর ব্লক করতে চাইবেন না। তাছাড়া তিনি আপনাকে বিরক্ত করার সময়ও পান না।
তিনি আর কেউ নন, তিনি হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। জুকারবার্গের ফেসবুক পেজে গিয়ে ব্লক করার চেষ্টা করলে লেখা আসবে, ‘This profile can’t be blocked for now’- এই প্রোফাইল এখন ব্লক করা সম্ভব নয়।
0 comments:
Post a Comment