এই গরমে সকল মোটর সাইকেল এর ইঞ্জিন স্বাভাবিকের চেয়ে একটু বেশি গরম হয় , অনেকে এটা নিয়ে চিন্তায় ও পড়ে যায় । অনেক সময় ইঞ্জিনের গরম ভাব ফুট প্যাডে ও লাগতে থাকে ।
যা আরো চিন্তায় ফেলে মানুষকে । কিন্তু আমরা কেউ ই জানিনা যে একটা সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন কতো তাপমাত্রা পর্যন্ত এটা স্বাভাবিক ? বা ইঞ্জিনের তাপমাত্রা কতো হলে তা চিন্তার বিষয় ? বা কতো তাপমাত্রা ক্ষতিকর ?
ছবিতে যে মেশিন টি দেখতে পাচ্ছেন তার কাজ হলো ইঞ্জিনের তাপমাত্রা মাপা । তাপমাত্রা মাপার আগে আপনার মোটর সাইকেল অবশ্যই ৩ কিমি চালিয়ে আসতে হবে ।
,
সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিনের স্বাভাবিক তাপমাত্রা হ লো ০ – ১১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত । তাপমাত্রা ১১৫ ডিগ্রি সেলসিয়াস হলে তা দেখতে হবে কোন ও সমস্যা আছে কিনা মোটর সাইকেলে । আর যদি ১২০ ডিগ্রি বা তার বেশি হয় তাহলে তা আসলেই চিন্তার বিষয় ।
,
আমি আমার জিক্সারে মটুল ইঞ্জিন ওয়েল ব্যাবহার করি , যা স্বভাবত ই ইঞ্জিন একটু বেশি গরম হয় । তাই বেশ কিছু দিন আগে মিরপুরের ৬০ ফিটের পিরের বাগের এন এস অটো তে গিয়েছিলাম ইঞ্জিনের তাপমাত্রা মাপার জন্য । ভাই মেপে পেলো ৭৮ ডিগ্রি সেলসিয়াস । এবং ভাই বলল যে দেখেন আপনার ফুটপেডে পা রাখলে মনে হয় যে ইঞ্জিন অনেক গরম হচ্ছে কিন্তু মাপার পর আমরা দেখতে পেলাম তা আসলেই অনেক কম । হয়তো অনেকেই ফুট প্যাডে পা রেখে ঘাবড়ে যেতে পারে । তবে এটা তে চিন্তার কিছু নেই আপনার ইঞ্জিন এর তাপমাত্রা আরো ৩২ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ও তা স্বাভাবিক ই থাকবে । তাই চিন্তার কিছু নেই ।
,
এবং আমি ভাই কে বললাম ভাই ৪ সিলিন্ডারের একটা মোটর সাইকেল এর ইঞ্জিন যখন ৯৫ ডিগ্রি সেলসিয়াল হয় তখন ওটাকে ধরা হয় অতি অল্প তাপমাত্রা । সেই অনুযায়ী ৭৮ ডিগ্রি তো অনেক কম ।
,
হয়তো ইঞ্জিন অনেক ধ্রুত তার তাপমাত্রা কমিয়ে আনতে পারে সে জন্য আমরা ফুট প্যাডে এ রকম গরম ভাব অনুভব করি । সে জন্য ই হয়তো জিক্সারের গরম ইঞ্জিন ৪৫ থেকে ৬০ মিনিটের মাঝে ঠাণ্ডা হয়ে যায় ।
,
সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিনের স্বাভাবিক তাপমাত্রা হ লো ০ – ১১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত । তাপমাত্রা ১১৫ ডিগ্রি সেলসিয়াস হলে তা দেখতে হবে কোন ও সমস্যা আছে কিনা মোটর সাইকেলে । আর যদি ১২০ ডিগ্রি বা তার বেশি হয় তাহলে তা আসলেই চিন্তার বিষয় ।
,
আমি আমার জিক্সারে মটুল ইঞ্জিন ওয়েল ব্যাবহার করি , যা স্বভাবত ই ইঞ্জিন একটু বেশি গরম হয় । তাই বেশ কিছু দিন আগে মিরপুরের ৬০ ফিটের পিরের বাগের এন এস অটো তে গিয়েছিলাম ইঞ্জিনের তাপমাত্রা মাপার জন্য । ভাই মেপে পেলো ৭৮ ডিগ্রি সেলসিয়াস । এবং ভাই বলল যে দেখেন আপনার ফুটপেডে পা রাখলে মনে হয় যে ইঞ্জিন অনেক গরম হচ্ছে কিন্তু মাপার পর আমরা দেখতে পেলাম তা আসলেই অনেক কম । হয়তো অনেকেই ফুট প্যাডে পা রেখে ঘাবড়ে যেতে পারে । তবে এটা তে চিন্তার কিছু নেই আপনার ইঞ্জিন এর তাপমাত্রা আরো ৩২ ডিগ্রি সেলসিয়াস বাড়লে ও তা স্বাভাবিক ই থাকবে । তাই চিন্তার কিছু নেই ।
,
এবং আমি ভাই কে বললাম ভাই ৪ সিলিন্ডারের একটা মোটর সাইকেল এর ইঞ্জিন যখন ৯৫ ডিগ্রি সেলসিয়াল হয় তখন ওটাকে ধরা হয় অতি অল্প তাপমাত্রা । সেই অনুযায়ী ৭৮ ডিগ্রি তো অনেক কম ।
,
হয়তো ইঞ্জিন অনেক ধ্রুত তার তাপমাত্রা কমিয়ে আনতে পারে সে জন্য আমরা ফুট প্যাডে এ রকম গরম ভাব অনুভব করি । সে জন্য ই হয়তো জিক্সারের গরম ইঞ্জিন ৪৫ থেকে ৬০ মিনিটের মাঝে ঠাণ্ডা হয়ে যায় ।
লিখেছেন,
ফারিয়াজ সফিকুল আলম
0 comments:
Post a Comment